(গ) পরিবার সঞ্চয়পত্র
পুনঃপ্রবর্তনঃ ২০০৯ খ্রিঃ
মেয়াদঃ ৫ বছর ।
মূল্যমানঃ ১০,০০০ টাকা; ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা।
কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।
যারা ক্রয় করতে পারবেনঃ ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা, যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ওমহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক।
ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ একক নামে সর্বোচ্চ ৪৫(পঁতাল্লিশ) লক্ষ টাকা।
মুনাফার হারঃ ১১.৫২% মেয়াদান্তে। পরিবার সঞ্চয়পত্রের বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার নিম্নোক্ত ছক-১ অনুযায়ী প্রদেয় হইবেঃ
ছক-১: পরিবার সঞ্চয়পত্রের বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার
নগদায়ন কাল |
মুনাফার হার |
মন্তব্য |
১ম বছরান্তে |
৯.৫০% |
পূর্ণমেয়াদের জন্য ১ (এক) লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফার কিস্তি সর্বোচ্চ ১১.৫২% হারে টাকা ৯৬০.০০ (নয়শত ষাট) মাত্র প্রদেয় হইবে। প্রযোজ্য ক্ষেত্রে উৎসে আয়কর কর্তন/লেভী কর্তন হইবে। কিন্তু যেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হইবে, সেক্ষেত্রে উপরের ছক-১ (পরিবার সঞ্চয়পত্রে বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার)-এ প্রদর্শিত বছরভিত্তিক হারে মুনাফা প্রদেয় হইবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হইয়া থাকিলে উহা মূল টাকা হইতে কর্তন করিয়া সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করিতে হইবে। |
২য় বছরান্তে |
১০.০০% |
|
৩য় বছরান্তে |
১০.৫০% |
|
৪র্থ বছরান্তে |
১১.০০% |
|
৫ম বছরান্তে |
১১.৫২% |
(২) বিভিন্ন মূল্যমানের পরিবার সঞ্চয়পত্রের মুনাফার পরিমাণ নিম্নরুপ হইবে-
ছক-১ (ক): বিভিন্ন মূল্যমানের সঞ্চয়পত্রে মাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার পরিমাণঃ
বিনিয়োগের পরিমাণ (টাকায়) |
ত্রৈমাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার পরিমাণ (টাকায়) |
মন্তব্য |
১ |
২ |
৩ |
(ক) ১০,০০০.০০ |
৯৬.০০ |
মাসিক মুনাফা উত্তোলনের পর ৫ (পাঁচ) বছর মেয়াদ শেষে মূল বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাইবে।
|
(খ) ২০,০০০.০০ |
১৯২.০০ |
|
(গ) ৫০,০০০.০০ |
৪৮০.০০ |
|
(ঘ) ১,০০,০০০.০০ |
৯৬০.০০ |
|
(ঙ) ২,০০,০০০.০০ |
১,৯২০.০০ |
|
(চ) ৫,০০,০০০.০০ |
৪,৮০০.০০ |
|
(ছ) ১০,০০,০০০.০০ |
৯,৬০০.০০ |
(৩) মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়ন করিলে গৃহীত মাসিক মুনাফা কর্তনপূর্বক অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হইবে। ১ (এক) লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করিয়া মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করিলে নিম্নোক্ত ছক-১ (খ) মোতাবেক অর্থ ফেরত পাওয়া যাইবে-
ছক-১ (খ): মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে ১ (এক) লক্ষ টাকায় ফেরতযোগ্য টাকার পরিমাণঃ
সময়সীমা |
মাসিক মুনাফা উঠাইয়া বিনিয়োগকৃত অর্থ ফেরত গ্রহণ করিলে প্রাপ্য টাকার পরিমাণ |
১ |
২ |
১ম বৎসর চলাকালীন |
১,০০,০০০ - গৃহীত মুনাফা |
২য় বৎসর চলাকালীন |
১,০৯,৫০০- গৃহীত মুনাফা |
৩য় বৎসর চলাকালীন |
১,২০,০০০- গৃহীত মুনাফা |
৪র্থ বৎসর চলাকালীন |
১,৩১,৫০০ - গৃহীত মুনাফা |
৫ম বৎসর চলাকালীন |
১, ৪৪,০০০ - গৃহীত মুনাফা |
অন্যান্য উল্লেখযোগ্য বিষয়াবলীঃ
-০-
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS