(ঘ) পেনশনার সঞ্চয়পত্র
প্রবর্তনঃ ২০০৪ খ্রিঃ
মেয়াদঃ ৫ বছর
মূল্যমানঃ
৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা
কোথায় পাওয়া যায়ঃ
জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংক এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।
যারা ক্রয় করতে পারবেঃ
অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা- স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকুরীজিবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান।
ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ
প্রাপ্ত আনুতোষিক ও ভবিষ্য তহবিলের অর্থ মিলিয়ে একক নামে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা।
মুনাফার হারঃ
১১.৭৬% (মেয়াদান্তে)।বছরভিত্তিক মুনাফার হার নিম্নোক্ত ছক মোতাবেক প্রদেয় হইবেঃ
ছক-১: পেনশনার সঞ্চয়পত্রের বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার
নগদায়নকাল |
মুনাফার হার |
মন্তব্য |
১ম বছরান্তে |
৯.৭০% |
পূর্ণমেয়াদের জন্য ১ (এক) লক্ষ টাকায় প্রতি ৩ (তিন) মাস অন্তর মুনাফার কিস্তি সর্বোচ্চ ১১.৭৬% হারে টাকা ২,৯৪০.০০ (দুই হাজার নয়শত চল্লিশ) মাত্র প্রদেয় হইবে। প্রযোজ্য ক্ষেত্রে উৎসে আয়কর কর্তন/লেভী কর্তন হইবে। কিন্তু যে ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হইবে, সে ক্ষেত্রে উপরের ছক-১ (পেনশনার সঞ্চয়পত্রে বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার)-এ প্রদর্শিত বছরভিত্তিক হারে মুনাফা প্রদেয় হইবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হইয়া থাকিলে উহা মূল টাকা হইতে কর্তন করিয়া সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করিতে হইবে। |
২য় বছরান্তে |
১০.১৫% |
|
৩য় বছরান্তে |
১০.৬৫% |
|
৪র্থ বছরান্তে |
১১.২০% |
|
৫ম বছরান্তে |
১১.৭৬% |
(২) বিভিন্ন মূল্যমানের পরিবার সঞ্চয়পত্রের মুনাফার পরিমাণ নিম্নরূপ হইবে-
ছক-১ (ক): বিভিন্ন মূল্যমানের পেনশনার সঞ্চয়পত্রের ত্রৈমাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার পরিমাণঃ
বিনিয়োগের পরিমাণ (টাকায়) |
ত্রৈমাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার পরিমাণ (টাকায়) |
মন্তব্য |
১ |
২ |
৩ |
(ক) ৫০,০০০.০০ |
১,৪৭০.০০ |
ত্রৈমাসিক মুনাফা উত্তোলনের পর ৫ (পাঁচ) বছর মেয়াদ শেষে মূল বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাইবে।
|
(খ) ১,০০,০০০.০০ |
২,৯৪০.০০ |
|
(গ) ২,০০,০০০.০০ |
৫,৮৮০.০০ |
|
(ঘ) ৫,০০,০০০.০০ |
১৪,৭০০.০০ |
|
(ঙ) ১০,০০,০০০.০০ |
২৯,৪০০.০০ |
(৩) মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়ন করিলে গৃহীত ত্রৈমাসিক মুনাফা কর্তনপূর্বক অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হইবে। ১ (এক) লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করিয়া মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করিলে নিম্নোক্ত ছক-১ (খ) মোতাবেক অর্থ ফেরত পাওয়া যাইবে-
ছক-১ (খ): মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে ১ (এক) লক্ষ টাকায় ফেরতযোগ্য টাকার পরিমাণ
সময়সীমা |
৩-মাস অন্তর মুনাফা উত্তোলন করিয়া বিনিয়োগকৃত অর্থ ফেরত গ্রহণ করিলে প্রাপ্য টাকা |
১ |
২ |
১ম বৎসর চলাকালীন |
১,০০,০০০ - গৃহীত মুনাফা |
২য় বৎসর চলাকালীন |
১,০৯,৭০০- গৃহীত মুনাফা |
৩য় বৎসর চলাকালীন |
১,২০,৩০০- গৃহীত মুনাফা |
৪র্থ বৎসর চলাকালীন |
১,৩১,৯৫০ - গৃহীত মুনাফা |
৫ম বৎসর চলাকালীন |
১, ৪৪,৮০০ - গৃহীত মুনাফা |
অন্যান্য উল্লেখযোগ্য বিষয়াবলীঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS